নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
রবিবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব সূত্রে আরো জানা যায়, গত চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন সরকার টোলাস্থ মাহি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এক পর্যায়ে র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক পিকআপটিকে থামানোর সংকেত দিলে র্যাবের চেকপোস্টের ব্যারিকেডের সামনে পিকআপটি থামলে দুইজন গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় র্যাব সদস্যরা তাদেরকে ধরতে করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে পিকআপের ভিতর মাদক আছে বলে স্বীকার করে। উপস্থিত র্যাব সদস্যরা পিকআপটি তল্লাশিকালে একটি নীল রঙ্গের ত্রিপল দিয়ে মোড়ানো দুটি বস্তার ভিতর ১০০ টি ফেনসিডিল বোতল এবং তিনটি নীল ও ১২টি কালো রঙ্গের পলিথিন থেকে ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।