মিঠাপুকুর আলোচিত খুনের আসামি ফজলুল (ফজু) ডাকাত গ্রেফতার


মোঃইনামুল হক, রংপুর

গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে দিবাগত রাতে মিঠাপুকুর থানাধীন ১১ নং বড়বালা ইউনিয়নের শালিকাদের মৌজা স্থল মিজানুর রহমান সরকার এর বাড়িতে সাত আট জনের একটি ডাকাত দল প্রবেশ করে। অস্ত্রের মুখে বাদী ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটি কে জিম্মি করে বসতবাড়ি ডাকাতি করতে থাকে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা বাদী ও তার স্ত্রীকে বেধরক মারপিট করলে বাদীর স্ত্রী, মুর্শিদা বেগম বিউটি মৃত্যুবরণ করে। ডাকাত সদস্যরা উক্ত বসত বাড়িতে স্বর্ণালংকার নগদ টাকা সহ অনুমান ৪,৩৪,৫০০ টাকার মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার পর থেকে গ্রেফতারকৃত ফজু ডাকাত দীর্ঘদিন গা ঢাকা দিয়ে পলাতক ছিল। অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে একটি চৌকস অভিযানীর দল তথ্য প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন ৪ নং ভাঙনি ইউনিয়ন এলাকার অভিযান পরিচালনা করে ১৩ নভেম্বর (বুধবার) রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।


Related posts

বঙ্গবন্ধু মেডিকেলে গাড়িতে হামলা-আগুন

Md Maruf

বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম ৭ নভেম্বর পর্যন্ত

Chatgarsangbad.net

রক্তস্নাত একুশ আজ: শহিদদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি ও বিশ্ববাসী

Chatgarsangbad.net

Leave a Comment