আজ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দীনের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

১লা মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী চত্বরে সড়কের দুই পাশে দাড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র ব্যানারে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাতুরী চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে কালাবিবির দিঘির মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। সড়ক অবরোধ করে প্রতিবাদ করায় দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। প্রায় দুই ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী। যুবনেতা মনিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, মাষ্টার আবুল হোসেন, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া,কাজী শাকের আহমেদ, ডিএম জাহাঙ্গীর, মাষ্টার আবদুল হালিম, মাওলানা আহমদ নুর,এনাম রেজা কাদেরী, মুখতার আহমদ রেজভী,অধ্যাপক আশেকুর রহমান,হাফেজ আবদুর রহিম,নাজিম উদ্দিন,ফিরোজ মিয়া,শওকত আজিজ, মাওলানা ইদ্রিস, এনামুল হক এনাম, মোহাম্মদ সিটু, সিরাজুম মুনির, মোরশেদ আলম মুন্সী, মাওলানা মুফিজুর রহমান, ছাত্রনেতা ওসমান প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’।

বক্তারা হুশিয়ারী দিয়ে জানান, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।

এ সময় বক্তরা আরো বলেন, ‘গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর