আজ ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা রইসের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম লালদীঘি চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী সভাপতিত্ব করেন। মাষ্টার আবুল হোসাইন ও সৈয়দ মুহাম্মদ আবু আজমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীর অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, পীরজাদা আবদুল করিম কুতুবী, এম সোলাইমান ফরিদ, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, মুফতি কামাল উদ্দীন আজহারী, আল্লামা আনিসুজ্জামান আলকাদেরী, পীর শাহেদুর রহমান হাশেমী, অধ্যাপক সাইফুদ্দিন খালেদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবদুর রহিম, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক জালাল উদ্দীন আজহারী, মাওলানা নুরুল মোস্তফা হেজাজী, অধ্যক্ষ জসিম উদ্দীন তৈয়্যবী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ হেলাল উদ্দীন, অধ্যক্ষ ইব্রাহিম আখতারী, ফজলুল করিম তালুকদার, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা ইউনুস তৈয়্যবী, এমএ সবুর, অ্যাডভোকেট মোখতার আহমদ ছিদ্দিকী, অ্যাডভোকেট ফরিদুল ইসলাম,মাওলানা মঈনুদ্দীন চৌধুরী হালিম, জসিম উদ্দীন, মাওলানা আবু সালেহ জঙ্গী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, আবদুল করিম তারেক, এনামুল হক ছিদ্দীকী, মীর আবদুর রহিম মুনিরী, মাওলানা আবদুন্নবী, মাওলানা গিয়াস উদ্দীন নিজামী, নাছির উদ্দীন মাহমুদ, মাওলানা ওয়াহেদ মুরাদ, অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যক্ষ হাফেজ আহমদ, মুহাম্মদ আলী হোসাইন, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা এনাম রেজা, মাওলানা মঈন উদ্দীন কাদেরী, এইচ এম শহীদুল্লাহ, আবু ছাদেক টিপু, ইব্রাহিম খলিল, জি. এম শাহাদত হোসাইন, নিজামুল করিম সুজন, মুফতি কাজী শাকের, এমরানুল ইসলাম, হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, মামুন উদ্দিন ছিদ্দিকী, মুনিরুল ইসলাম, মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী, মোহাম্মদ আনোয়ার হোসাইন, শাহেদুল আলম, ফরিদুল ইসলাম চৌধুরী, নূর রায়হান চৌধুরী, মো: ওসমান, ওমর ফারুখ, মো: সাজিদ, ওবাইদুল্লাহ সহ আহলে সুন্নাত ওয়াল জমাআতের পীর-মাশায়েখ ওলামায়ে কেরাম।

আল্লামা আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয় নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই। অথচ, পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয় নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরবর্তীতে যে কোন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে। খুনীরা গ্রেপ্তার না হলে রবিবার ‘মার্চ টু গাজীপুর’ ও সোমবার সর্বাত্মক অবরোধ এরপর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মুফতি অছিয়র রহমান বলেন, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দীনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মত পরিস্থিতি আর সৃষ্টি না করতে চায়লে রইস হত্যার বিচার করুন।

আল্লামা জুবাইর বলেন, মাওলানা রইস উদ্দিন একজন ইমাম ও খতিব। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত সুন্নী জনতা রাজপথ ছাড়বে না। বক্তারা বলেন, আমরা রইস হত্যার বিচার দাবিতে আন্দোলন করছি। অন্যদিকে সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মানবিক করিডোরের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে করিডোর দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। একইভাবে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশ আমরা প্রত্যাখ্যান করছি। দেশে ইসলাম বিরোধী যেকোন সিদ্ধান্ত দেশের জনগণ মেনে নেবে না। আলেম-ওলামা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের সমন্বয়ে নতুন নারী বিষয়ক সংস্কার কমিশন করতে হবে।

সমাবেশে আহলে সুন্নাত ঘোষিত আগামীকাল (৪ মে রবিবার) ‘মার্চ টু গাজীপুর’ ও ছাত্রসেনা ঘোষিত ৫ মে সোমবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। পরে হাজার হাজার জনতার অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল লালদীঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর