আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইলস্টোনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও মেধাবীদের পুরস্কার প্রদান চন্দনাইশে


সৈয়দ শিবলী ছাদেক কফিল:চন্দনাইশে বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ নিহত সকলের আত্মার শান্তি কামনা ও আহতদের রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা এবং শিক্ষা মন্ত্রণালয় মাউশি-র পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি-র ২০২২ ও ২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নির্বাচিত ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

২২ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত মেধাবী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মো. রাজিব হোসেন। প্রধান আলোচক ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মাউশির প্রকিউরমেন্ট অফিসার অধ্যাপক মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জামিরজুরী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দীন, দোহাজারী জামালুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

ঢাকায় বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ নিহত সকলের আত্মার শান্তি কামনা ও আহতদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দীন। অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বিশেষ প্রার্থনা করেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর