মহেশখালীর সাবেক এমপি ও পৌর মেয়রের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার ।। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরীন এবং মহেশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান আছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাত আয়বহির্ভূত টাকা/অন্য অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। তারা অনুসন্ধান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত নষ্ট এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা না গেলে অনুসন্ধান কার্যক্রমে বিঘ্ন ঘটাসহ অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।


Related posts

ঈদগাঁওয়ের ইউএনও’র বিরুদ্ধে সিএনজি চালককে সারা দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ

Chatgarsangbad.net

বাংলাদেশ আওয়ামী লীগের হৃদয়ে-চেতনায় বাংলাদেশ: চসিক মেয়র

Chatgarsangbad.net

চট্টগ্রাম ১৩: গ্রুপিং রাজনীতিতে কোনঠাসা বিএনপি

Chatgarsangbad.net

Leave a Comment