
আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা নিশ্চিত করণ ও গ্রাহক হয়রানিমুক্ত করণের লক্ষ্যে দালালদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক সতর্কবার্তা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।সোমবার (২৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এসিল্যান্ড সাতকানিয়া ফেসবুক আইডি থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফেসবুকে দেওয়া পোস্ট জনস্বার্থে হুবহু তুলে ধরা হলো-সাতকানিয়া উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি।উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে আমরা আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।যে-কোনো সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই। নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে আদায় করা হয় এবং অনলাইনেই ডিসিআর/দাখিলা প্রদান করা হয়। কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না।সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না। যে-কোনো প্রকার সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ/ডিসিআর/দাখিলা/চালানের কপি বুঝে নিবেন।যে-কোনো অভিযোগ জানাতে বা সমস্যার সমাধানে সরাসরি কথা বলুন আপনার এসিল্যান্ডের সাথে এই নম্বরে: 01723-599510.নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, অপরকেও সচেতন করুন।ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে ও হয়রানি মুক্ত ভূমি সেবা দিতে প্রস্তুত সাতকানিয়া ভূমি অফিস। দালালের খপ্পরে না পড়ে ভূমি সেবা নিতে সরাসরি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করার জন্যে সবাইকে অনুরোধ জানান সহকারী ভূমি কমিশনার সামসুজ্জামান।সাতকানিয়া সচেতন মহলের দাবি-অনলাইনে সকল সেবা: নামজারি, জমা খারিজ, খতিয়ান, পর্চা এবং ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা অনলাইনে প্রদানের ব্যবস্থা করা।ডিজিটাল রেকর্ড সংরক্ষণ: সকল ভূমি রেকর্ড ডিজিটালাইজ করে একটি কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষণ করা, যেন যেকোনো স্থান থেকে সহজে তা যাচাই করা যায়।ম্যানুয়াল কার্যক্রম কমিয়ে আনা এবং লেনদেনকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার অধীনে আনা, যাতে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ কমে। দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিতকরণ:ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঘুষ লেনদেন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে,বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া ।অভিযোগ জানানোর সহজ মাধ্যম: জনসাধারণ যাতে নির্ভয়ে ও সহজে অভিযোগ জানাতে পারে, সেজন্য একটি কার্যকর অভিযোগ বক্স বা হটলাইন চালু করা।কর্মকর্তাদের জবাবদিহি: ভূমি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা।ভূমি সংক্রান্ত সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, যাতে সেবাপ্রার্থীদের অকারণে ঘোরাঘুরি করতে না হয়।এই দাবিগুলো বাস্তবায়িত হলে ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে এবং ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।
Leave a Reply