আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল হোছাইন ভান্ডার দরবার শরীফে আগামী ৪ঠা আগস্ট, সোমবার পালিত হবে দরবারের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ হোছাইন আলী মধুপুরী (রহঃ)-এর ৩৯তম বার্ষিক ওরছ শরীফ।
দিনব্যাপী আয়োজনে থাকছে—খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্প মাল্য অর্পণ, জিকিরে ছেমা, তবরুক বিতরণ এবং আখেরি মোনাজাত।
ওরছের সভাপতিত্ব করবেন দরবার শরীফের শাহজাদা শাহ্ সূফি হযরত জামাল ফকির মধুপুরী।
ওরছ উপলক্ষে ভক্ত-আশেকানদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে দরবার পরিচালনা কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল।
দরবার কমিটির পক্ষ থেকে ভক্তদের উদ্দেশে মোহাম্মদ হুমায়ুন বলেন, “এই পবিত্র ওরছ শরীফে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের সকল আশেকান ও মুরিদানদের আমন্ত্রণ জানাচ্ছি। সকলের উপস্থিতি ও দোয়ার মাধ্যমে ওরছ সার্থক হবে ইনশাআল্লাহ।”
আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিতব্য এই মাহফিলকে ঘিরে দরবার শরীফ ও আশপাশের এলাকায় চলছে সাজসাজ রব।