আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পৌরসভার ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা- মেয়র জহুরুল ইসলাম জহুর


 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। বুধবার (১০ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লক্ষ ৫৮ হাজার ৫৭০ টাকা এবং উন্নয়ন তহবিলে ৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩২ লক্ষ ৮৫ হাজার টাকা এবং অবকাঠামো উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫৩ লক্ষ টাকা। এতে সমাপনী জের ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লক্ষ টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, শেখ আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর হাজি নাছের আলী, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধরে, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, নক্সাকার তাসলিমা আরজু শিল্পী, হিসাব রক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর ১৫ আগষ্ট জাতীর জনক মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর