চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালী শ্রীপুরে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের শ্রীপুর ইমাম হাসান হোসাইন(রাঃ)স্মৃতি সংসদ এর উদ্দ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী ও খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর (রাঃ)’র স্মরণে ১৬ তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) শ্রীপুর দরবার দীঘির পাড় ঈদগাঁহ ময়দানে শ্রীপুর হযরত ইমাম হাসান-হোসাইন (রাঃ) স্মৃতি সংসদ,প্রবাসী, এলাকাবাসী,গাউসিয়া কমিটি,ছাত্রসেনার সার্বিক সহযোগীতায় বাদে আসর হইতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর ইমাম হাসান হোসাইন(রাঃ)স্মৃতি সংসদ সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচক ছিলেন শ্রীপুর দরবার দীঘির পাড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ নঈমী আল-কাদেরী, প্রধান আলোচক হিসেবে কোরআন হাদিস থেকে আলোচনা করেন চান্দগাঁও বাহির সিগন্যাল, দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীল মুফতি সৈয়্যদ মুহাম্মদ ছৈয়দুল বারী ছাহেব (মাঃ জিঃ আঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আল্লামা আব্দুন নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি,বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি এম এ মন্নান, বিশেষ উয়াজিন হিসেবে মাহফিলে তফসির করেন উত্তর গোমদন্ডী ওয়াহেদ আলী পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুরুল আবছার কাদেরী আল-মাইজভান্ডারী,পটিয়া বায়তুন নূর শাহী জামে মসজিদেের খতিব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল-কাদেরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফোরকান কাদেরী,মুজিবুর রহমান,জফুর আলম মানিক,কমিটির সদস্য ,দিদাদ আলম,সাজ্জাদ হোসেন,আবুল কালাম জিকু, নঈম উদ্দীন,মুহাম্মদ রিপন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিশ্ব উম্মাহ শান্তি কামনা করে মোনাজাত করা হয় শেষে উপস্থিতির মাঝে তবারুক বিতরণ করা হয়।


Related posts

টানেল উপহার দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা: নুরুল আবছার চৌধুরী

Chatgarsangbad.net

নিরাপদ অভিবাসন নিশ্চিত করলে দেশ সমৃদ্ধ হবে এবং এগিয়ে যাবে

Chatgarsangbad.net

হাসপাতালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

Chatgarsangbad.net

Leave a Comment