আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালী গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো, উন্নয়নের বাতি ঘর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে এ সমাবেশ মূললক্ষ্য। শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক নাজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাংলা টিভির সংবাদ কর্মী ও এস,বি নিউজ ২৪ টিভির বার্তা সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাবলু, এসময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ওসমান।

সমাবেশে উপস্থিত একাধিক অভিভাবক তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের সমাবেশ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে এবং একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে।

প্রধান অতিথি বলেন,বর্তমান শিক্ষানীতি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে মায়েদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।এই সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আহমেদ, সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর