প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে যথাযথ প্রক্রিয়া না মেনে বেকারিতে খাদ্য উৎপাদন, আয়োডিনহীন লবণের ব্যবহার, খাদ্যে রঙ এর ব্যবহার, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত প্রভৃতি অপরাধে জনস্বাস্থ্য সুরক্ষায় এবং জনস্বার্থে বোয়ালখালী উপজেলার অলি বেকারী সংলগ্ন আল কুতুবিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা ,এবং কানুনগোপাড়া বাজারে মিলন সুইটসকে ৩০ হাজার ও শুভ সুইটসকে ২০ হাজর টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
এভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহীম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় তিনি অস্বাস্হ্যকর সকল পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করেন।
উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।
(ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, জানসচেতনার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে।