আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে হারানো ৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর


প্রভাস চক্রবর্ত্তভ,বোয়ালখালী: বোয়ালখালীত থেকে হারিয়ে যাওয়া ৫টি মোবাইল উদ্ধার করে প্রকুত মালিককে হস্তান্তরের মধ্যেমে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান,উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীম আহসান সক্রিয় ভূমিকা পালন করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি), র উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর