প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, কদবেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে প্রমুখ।
এসময় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ করে ৩ হাজার ২০০ শিক্ষার্থী’র জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ৪ টি করে চারা তুলে দেওয়া হয়।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলা যাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।