প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা পৌরসভার এলাকায় অভিযানে সীলগালা সহ প্রায় ৩৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) উপজেলা সদরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ম্যাক্স ডেন্টাল কেয়ারে বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসায় সীলগালা করে দেওয়া হয় এবং বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা,দিদার হাড়ভা'ঙ্গা চিকিৎসালয়ের মো.দিদারকে ১০ হাজার টাকা ও এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সাথে ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার পুলিশ কর্মকর্তা।
সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসায় ম্যাক্স ডেন্টাল কেয়ারকে সীলগালা ও অন্যন্যদের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে রলে তিনি জানান।