প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে পুকুরে ডুবে সৈয়দ আবু উবাইদা আরাফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্বাস আলির বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সৈয়দ আবু উবাইদা আরাফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের একই ওয়ার্ডের সৈয়দ ওহিদুল আলমের ছেলে।
আরাফের চাচা সহকারী শিক্ষক এসএম সাজ্জাদ হোসেন বলেন, তিন ভাইয়ের মধ্যে আরাফ সকলের ছোট। দুপুরে সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।