বোয়ালখালীতে চলন্ত ট্রেনে ১টি বগি বিছিন্ন


প্রভাস চক্রবর্ত্তী বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে চলন্ত ট্রেন থেকে ১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ জুলাই) ৩টার দিকে উপজেলার গোমদন্ডী স্টেশন এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

রেল বগির দায়িত্বে থাকা মো: তাওসিফ জানান, বগির জয়েন্টের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছিল ক্যান্টিন বগি, ১০/১৫ যাত্রী ছিল তাদেরকে অন্য বগিতে তোলে দেওয়া হয়।

তবে,কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জান আলী স্টেশন থেকে ইঞ্জিন এসে তারপর নিয়ে যাবে।

গোমদন্ডী স্টেশন মাস্টার আনোয়ার বাবু বলেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকাল ৩টা ১০ মিনিটে গোমদন্ডী স্টেশনের পরে চলন্ত ট্রেনে শেষের বগিটি বিছিন্ন হয়ে গেলে অন্য বগিতে যাত্রীদের উঠানো হয়। পরে ট্রেন বগি রেখে চলে যায়। যাত্রীদের কোন হতাহত বা কোন অসুবিধা হয়নি।


Related posts

আকার বাড়ছে মন্ত্রিসভার, শুক্রবার সন্ধ্যায় নতুনদের শপথ

Chatgarsangbad.net

সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

Chatgarsangbad.net

দক্ষিণ আশিয়া ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment