আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালী উপজেলার বিভিন্ন বিভাগে(বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল ও মাদ্রাসা) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেছে এমন ২০ জন শিক্ষার্থীকে ৩০ জুলাই উপজেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।

১৫ জন শিক্ষার্থীকে অদম্য মেধাবী হিসেবে বাছাই করা হয় এবং তাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্টসহ ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি, উপজেলা প্রকৌশলী রনি সাহাসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী, এবং প্রেসক্লাবের ব্যক্তিবর্গ।

এসময় একজন শিক্ষার্থী বলেন, এখানে আসতে পেরে নিজেকে ধন্যমনে করছি। উপজেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুবই আনন্দিত ও গর্বিত। এ ধরনে আয়োজন আগামীতে ছাত্র,ছাত্রীরা উৎসাহিত হয়ে ভালো ফলাফল করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর