বোয়ালখালীতে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: চট্টগ্রাম বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

রবিবার (১১ মে) ভোরে শাকপুরা ইউনিয়নের মিলেটারিপুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো: গিয়াস উদ্দিন (৩১) পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও মো: বাছিরুল হক (২৯) পৌরসভা ছাত্রলীগ নেতা।

পটিয়া উপজেলার ছনখরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মোঃ বাছিরুল হক প্রঃ শাহিন (২৯) ও হুলাইন এলাকার খালেক মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩১)।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, পটিয়ার দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।


Related posts

চট্টগ্রামের চন্দনাইশে বারুণী স্নান উপলক্ষে বরুমতি মেলা

Chatgarsangbad.net

ফটিকছড়িতে দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সহ্য করা হবে না–এসিল্যান্ড

Chatgarsangbad.net

Leave a Comment