আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে গত রাত ২ টার সময় ৮নং ওয়ার্ডে শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে জ্যৈষ্ঠপুরা আব্দুস সালাম মেম্বারের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মোহাম্মদ কাশেম (রিকশা চালক) ও রেহেনা আক্তার এর ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত সেখানে পৌছেগিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের নিকট উপজেলা প্রশাসন কর্তৃক প্রতি দুই বান ঢেউ টিন সহ ৫০ কেজি চাউলের বস্তা ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাশ,স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রাকৃতিক বিপদগ্রস্তদের পাশে সবসময় উপজেলা প্রশাসন এগিয়ে আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর