সৈয়দ শিবলী ছাদেক কফিল: বর্ণাঢ্য কর্মসূচিতে চন্দনাইশের গাছবাড়িয়ায় উদ্বোধন হল মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা ২০২৫। পহেলা মে বিষুদবার বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজ ও সড়ক বিভাগের মধ্যবর্তী মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ মাঠে আয়োজিত এ বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব এম আইনুল কবির। উদ্বোধক ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম রাহী। সভাপতিত্ব করেন মেলার আয়োজক আল ইমরান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন, এলডিপি নেতা ইঞ্জিনিয়ার জমির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সি. সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, সাংগঠনিক মাসুদ পারভেজ, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমানুল ইসলাম, পৌর গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক মো. নাজিম উদ্দীন, আরিফুল ইসলাম। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প সামগ্রী, ক্রোকারিজ, তাত বস্ত্র, গার্মেন্টস পণ্য, গিফট ও সোপিস, বেলুন ও খেলনা সামগ্রী, শিশুদের বিনোদন স্লিপার, নাগরদোলা, মিনিট্রেনসহ বিভিন্ন ধরণের রাইড। এছাড়াও রয়েছে মুখরোচক খাদ্য সামগ্রী। শুভ সূচনার দিনেই বিপুল সংখ্যক দর্শক ক্রেতার ভীড় জমে।
আয়োজক আল ইমরান জানান, পুরো মে মাস প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে চন্দনাইশ বাণিজ্য মেলা ২০২৫।
Leave a Reply