আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিক্ষোভ আর চোখের জলে ভেসে গেলো ১৩ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা!


ভ্রাম্যমাণ প্রতিবেদক: পরীক্ষায় অংশ নিতে যথারীতি বাড়ী থেকে বেরিয়ে বিদ্যালয়ে পৌছেন তারা।কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি।এমন পরিস্থিতির মুখোমুখি হলেন উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী।শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাংচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।এ ঘটনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।

শিক্ষার্থীদের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। তারা বিদ্যালয়ে এসে দেখেন গেটে তালা, তখন কান্নায় ভেঙে পড়েন তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটা বিদ্যালয় রুমখা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তারা এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করেনি। পরে তারা প্রধান শিক্ষক ও অন্য এক সাদ্দাম নামের দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগেভাগে জানানো হলে, সমাধান করা যেত বলেও জানান শিক্ষা কর্মকর্তা। তারপরও উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের যাতে ক্ষতি না হয়ে এ ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর