আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


 নিউজ ডেস্ক: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলাপ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬টায় এনসিপি ও সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির সঙ্গে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচির কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরে পুলিশ ও সেনাসদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির পর সামনে অন্য দলগুলোকেও বৈঠকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর