Hom Sliderবাংলাদেশ

বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা


অনলাইন ডেস্ক

চারদিনের সুইজারল্যান্ড সফর শেষে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চারদিন সুইজারল্যান্ডের দাভোস সফর করেন তিনি।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গত শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে গত চারদিন ডব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।


Related posts

রাঙামাটিতে পাহাড় ধস, আটকে পড়েছে কয়েক হাজার পর্যটক

Chatgarsangbad.net

লবনচোরা থানা পুলিশের অভিযানে অবৈধ সর্নালংকার সহ আটক- ২ জন

Chatgarsangbad.net

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির এক বছর পূর্তিতে বঙ্গবন্ধু পরিষদ ইআবি শাখার ফুলেল শুভেচ্ছা

Saddam Hossain

Leave a Comment