আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবির আবেদন


বিশেষ প্রতিনিধি: ক্রেতা সুরক্ষা আন্দোলন- ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর উদ্যোগে “বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণ বন্ধ করে ভোক্তা সুরক্ষার জন্য” বিএসটিআই চেয়ারম্যান বরাবরে আবেদন দাখিল করা হয়।

গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এ আবেদনপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন, সেলফ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. হ. ম. কামরুজ্জামান চৌধুরী, সিআরবি জাতীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল ও হাইকোর্ট বিভাগের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম, সিআরবি’র মহাসচিব ডিজাইনার কেজিএম সবুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আব্বাস উদ্দীন ধ্রুব প্রমুখ।

এসময় চেয়ারম্যান’র পক্ষে আবেদনটি গ্রহণ করেন বিএসটিআই সদরদপ্তরের পরিচালক (সিএম) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। সিআরবি কর্মকর্তাদের প্রত্যাশা করেন যে, বিএসটিআই ভোক্তা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধ করে প্রকৃত ভোক্তা অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর