আজ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা গাফফার চৌধুরীর ইন্তেকাল, জানাজা আজ বাদ এশা প্যারেড ময়দানে


অনলাইন ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা লায়ন মোহাম্মদ আবদুল গাফফার চৌধুরী (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৪ মে) সাতকানিয়া কেরানী হাটে অসুস্থবোধ করলে রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।

তিনি নির্মাণাধীন মির্জাখীল চৌধুরী পাড়া আল আকসা জামে মসজিদের সভাপতি (জমি দাতা), চৌধুরী পাড়া দরবেশ শাহ জামে মসজিদ নির্মাণ, গাফ্ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বিগত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, লায়ন্স ক্লাব অব রোজ ভ্যালী ক্লাব এডভাইজার, এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। রাজনীতিবিদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে অনন্য অবদান রেখেছেন।

আজ বাদ এশা মরহুমের নামাজে জানাজা চট্টগ্রাম শহরের প্যারেড ময়দানে এবং আগামীকাল সকাল ১১টায় মির্জাখীল হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও চাটগাঁর সংবাদ পত্রিকা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর