চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রামবাছাইকৃত খবর

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহীর লিফলেট বিতরণ ও গণসংযোগ ১৫ নভেম্বর


বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ব্যাপক গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালন করবে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী।

আগামী ১৫ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় চন্দনাইশ দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ড মাঠে এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গণজমায়েত হয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী পালন করা হবে।

শফিকুল ইসলাম রাহী বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই আসনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে এবং নেতাকর্মীদের ঐক্য সুসংহত করতে এ সভার আয়োজন করা হয়েছে।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম রাহী। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব।”

এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানেরশীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলেও জানান।


Related posts

১৪ জুলাই আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সর মাসিক ত্বরিকত বৈঠক

Chatgarsangbad.net

নাজমা আক্তার মিতাকে সংরক্ষিত নারী আসনের নেতৃত্বে দেখতে চায় বাফা

Chatgarsangbad.net

ফটিকছড়ি উপজেলায় চার দিন ব্যাপী স্কাউটস সমাবেশ শুরু

Chatgarsangbad.net

Leave a Comment