বালুখালীতে বিজিবি’র অভিযান:৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার:পালালো দুই পাচারকারী!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।শনিবার (৮ মার্চ) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে বিজিবি’র অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর আলম) আরাকান সড়কের বালুখালী পানবাজার দিয়ে একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে পাচার হচ্ছে বলে খবর পায় বিজিবি। এ খবরে অভিযানে নামেন বিজিবি’র একটি অভিযানিক দল।রোববার (৯ মার্চ) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বিজিবি’র সদস্যরা সন্দেহজনক ২ ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে মাদক কারবারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Related posts

ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কোর্ট এরিয়া শাখার ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Md Maruf

নারায়ণগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) উদ্যোগে কম্বল বিতরণ।

Md Maruf

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

Md Maruf

Leave a Comment