বান্দরবানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ


ইসমাইল হোসেন, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম চিৎকার চেঁচামেচি করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Related posts

চন্দনাইশে মুজিবনগর দিবস পালন

Chatgarsangbad.net

স্বাভাবিক হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

Chatgarsangbad.net

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজ-সরল

Chatgarsangbad.net

Leave a Comment