বান্দরবানের অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ৩ লাখ টাকা জরিমানা 


ইসমাইল হোসেন, বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম এলাকার ইট ভাটায় সরকারি নির্দেশ লংঘন করে কার্যক্রাম চালানোর দায়ে প্রশাসানের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এ সময়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করেন ইউএনও। জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আজুখাইয়া এলাকার মেসার্স এইচ কে বি ব্রিক ফিল্ড, মেসার্স জেড এস বি ব্রিক ফিল্ড এবং মেসার্স বি এইচ বি ব্রিক ফিল্ডের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করেন তিনি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর।


Related posts

ঈদগাঁওতে কথিত মেলা বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন

Chatgarsangbad.net

চন্দনাইশে কৃষিপণ্য বিপণনকারী ৫ প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের জরিমানা

Chatgarsangbad.net

লোহাগাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment