দক্ষিণ চট্টগ্রাম

বানী প্রভা দেবের পরলোক গমন


চন্দনাইশ সংবাদদাতা: চন্দনাইশ বরমা ইউনিয়নের উত্তর মাইগাতা ধামাইরকুল জনপ্রিয় সংঘের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ডিএমডি সমীর কান্তি দেবের মাতৃদেবী বানী প্রভা দেব ১২ নভেম্বর ২০২৫, বুধবার পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।
বানী প্রভা দেবের মৃত্যুতে চন্দনাইশের উপজেলা প্রশাসক- ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও বরমা ইউনিয়ন প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম অশোক কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, ইউপি প্যানেল চেয়ারম্যান-১ হাজী মো. নওশা মিয়া, প্যানেল চেয়ারম্যান-২ মধুসূদন দত্ত, মেম্বার শামসুন্নাহার বেগম, “মানুষের ঠিকানা” গবেষণা সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রবিউল হোসেন খান, প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, বরমা শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।


Related posts

আল্লামা মুফতি আবদুর রহীম আলকাদেরীর ইন্তেকাল

Chatgarsangbad.net

বরমায় এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর জনসংযোগ ও ৩১দফার প্রচারপত্র বিলি

Saddam Hossain

বরমা হরি মন্দিরে রথযাত্রা সম্পন্ন

Saddam Hossain

Leave a Comment