বাগীশিক- চন্দনাইশ উপজেলার সম্মেলন সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)- চন্দনাইশ উপজেলা সংসদের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার (১১ জুলাই) সম্পন্ন হয়েছে। এতে র ্যালী, আলোচনা সভা, নতুন কমিটি গঠন, সম্মাননা প্রদান ইত্যাদি অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি শ্রী পুলক কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক মাস্টার শ্রী সুজন মজুমদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেছন শ্রী সুলাল ধর। উদ্বোধক ছিলেন পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশীষ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন সুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী দোলন দেব, বাগীশিক- দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী মিশন দত্ত, মাস্টার শ্রী প্রদীপ কান্তি চৌধুরী, শ্রী রূপক কান্তি ঘোষ।

সভাপতি রঞ্জিত দেবের সভাপতিত্বে এবং দেবাশীষ ধর ও মাস্টার অপু দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুভাষ দাশ, মৃদুল বৈদ্য, মাস্টার মিন্টু কুমার দাশ, রূপক দেবনাথ, দোলন দে। বক্তব্য রাখেন অনুপ সুশীল, দেবব্রত চৌধুরী, বিকাশ দাশ, জুয়েল শীল, মিন্টু কুমার দে, ঝর্ণা দাশ, বাবলু দাশ, টিটু দাশ, সজল দেবনাথ, অনিক রক্ষিত, সৈকত দে, মৃদুল দাশ, পঙ্কজ পাল, টিপু মহাজন, বাবলু দাশ, কাজল দাশ, ডা. সন্তোষ দেবনাথ, সুজন চৌধুরী, পলাশ দেব, মিটন দাশগুপ্ত, রাজীব শীল, অপু দেব, আপন দেব, সুজন মজুমদার, মিশুক কানুনগো, সুজন ঘোষ, তপন দাশ।

কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বাগীশিক’র গঠনতন্ত্র অনুসারে দ্বিতীয় অধিবেশনে রঞ্জিত দেবকে সভাপতি, দেবাশীষ ধরকে সাধারণ সম্পাদক ও ডা. সন্তোষ দেবনাথকে নির্বাহী সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।


Related posts

চন্দনাইশে দেশপ্রিয় খেলাঘরের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Chatgarsangbad.net

চন্দনাইশে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের মতবিনিময়ে উপদেষ্টা ফরিদা আখতার

Mohammad Mustafa Kamal Nejami

আন্তর্জাতিক বিশ্বতানের বর্ষাবরণ উৎসব

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment