আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় ছাত্রদলকর্মী হত্যা, পিস্তলসহ গ্রেপ্তার আরও ২


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলিসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশি তৈরি অস্ত্রসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর নিহত সাজ্জাদের বাবা মো.আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১টার দিকে ছাত্রদল কর্মী মো.সাজ্জাদ নিহত হন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর