কক্সবাজারচট্টগ্রাম

বাইশারীতে রাবার বাগানের সিট লুট: আতঙ্কে বাগান কর্মচারীরা


শেফাইল উদ্দিন: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর আলীক্যাং এলাকায় রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা বিপুল পরিমাণ রাবার সিট লুট করে নিয়ে গেছে। এতে বাগান কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ধুইল্লাজিরি এলাকার জহির কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে ১০/১২ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ হামলা চালায়। তারা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ শতাধিক রাবার সিট লুট করে নিয়ে যায়। পরে কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।

বাগানের স্টাফ রোকেয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অস্ত্রধারীরা আমাদের মুখোমুখি হয়, রাবার সিট লুট করে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”

বাগান মালিক জহির কোম্পানি জানান, বাগানের সব রাবার সিট লুট হয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এলাকার লোকজন অভিযোগ করে বলেন, বাগানের পশ্চিম পাশে পাহাড়ের চূড়ায় একটি বার্মাইয়া বাড়ি রয়েছে, যেখানে বসে এসব চুরি-ডাকাতির পরিকল্পনা করা হয়। প্রশাসন তদন্ত করলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে আলীক্যাং ক্যাম্পের আইসি এএসআই বিলেট্টু চাকমা জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত এ সশস্ত্র চক্রকে গ্রেফতারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছন।


Related posts

৮ জুলাই চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাত মাহফিল উপ-কমিটির প্রস্তুতি সভা

Chatgarsangbad.net

মহেশখালীতে আদালতের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে এসিল্যাান্ড

Chatgarsangbad.net

চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment