আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাইনজুরীতে আরব আমিরাত চন্দনাইশ সমিতির অনুদান বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: সংযুক্ত আরব আমিরাত চন্দনাইশ সমিতি (চন্দনাইশ সমিতি- ইউএই)’র উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসরত অবস্থায় মৃত্যুবরণকারী বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের মরহুম রবিউল আলম খানের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়। ২৯ আগস্ট শুক্রবার বিকেলে এ অনুদান হস্তান্তর করা হয়।

চন্দনাইশ সমিতি- ইউএই’র সি. সহ-সভাপতি মো. জালাল উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোস্তফা চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ এ অনুদান হস্তান্তর করেন। অনুদান গ্রহণ করেন রবিউল আলম খানের ভাই নবিউল আলম খান ও স্ত্রী নাজমা খানমের পক্ষে স্ত্রীর ভাই মো. শাহজাদা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম খান, মাস্টার বাহাদুর খান, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক ওমর ফারুক, এলডিপি নেতা বদরুল হক, সমাজসেবক মো. হাসান খান, আবুল বশর, মরহুমের নাবালক সন্তান মো. রাহাত খান প্রমুখ।

অনুদান প্রদানকালে সমিতির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম তালুকদারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দীন চৌধুরী।
এ সময় চন্দনাইশ সমিতি- ইউএই-এট পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার এফডিআর-এর ব্যাংক ডকুমেন্টস হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর