আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট উদ্যোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত


সাদ্দাম হোসেন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট উদ্যোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র‌্যালি রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভা।
দিবসটির উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদ এর প্রশাসক এবং চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার পাশা। এসময় বেলুন উড়িয়ে শান্তির‍্যালির উদ্বোধন করে, তিনি বলেন,ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের এ নিরলস প্রচেষ্টা সমাজে আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে রেড ক্রিসেন্টকে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করে, তা সত্যিই অনুকরণীয়। মানবতার সেবায় এই সংগঠনের ভূমিকা অতুলনীয়।স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি স্বেচ্ছাসেবীদের মানবিক বিশ্ব গঠনে আরো বেশি কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম ইউসুফ।
সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী,কার্যকরী পর্ষদ সদস্য এডভোকেট কামাল উদ্দিন,ড.কামাল উদ্দিন,আসিফ চৌধুরী, মো রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও সুলতানুল আরেফিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক যুব প্রধানবৃন্দ, সিনিয়র যুব সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ ও যুব সেচ্ছাসেবকবৃন্দ সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর