Hom Sliderবাংলাদেশ

বাংলাদেশ ও ভারত সেনাপ্রধানদের ভার্চুয়াল বৈঠক


অনলাইন ডেস্ক

ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভার্চুয়াল বৈঠক হয়েছে।

বৈঠকটি নিয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।

পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেয়া হয়।

বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলিকলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ‘প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেন।

এদিকে, ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, গণ আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পালিয়ে আসার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।

প্রিন্ট বলছে, এ বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়ে কিছু বলতে চাননি।

আরেক সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও এ নিয়ে খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনেও বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের তিন মাসের মধ্যে দুই সেনাপ্রধানের মধ্যে এটি প্রথম এ ধরনের আলোচনা।


Related posts

ছাত্রজীবন থেকে সোলায়মান রাজনীতিতে নিবেদন করেছিলেন: আ জ ম নাছির

Chatgarsangbad.net

মোহছেন আউলিয়ার ওরসে ভক্তের ঢল

Chatgarsangbad.net

সৎ-সততার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে: মাহতাব উদ্দীন

Chatgarsangbad.net

Leave a Comment