আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার অভিষেক সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা- চন্দনাইশ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৫ শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশের মৌলভীবাজারস্থ ফয়েজ কনভেনশন হলে নবমনোনীত সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক ও অপর্ণাচরন চসিক স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল। স্বাগত বক্তব্য দেন বিদায়ী সভাপতি হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম।

সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জাম’আত চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি জননেতা মাওলানা আবুল কাশেম আনসারী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলহাজ্ব আবদুর রহিম, মাওলানা মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আল-কাদেরী, চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের নবনির্বাচিত সভাপতি ফয়েজ উল্লাহ খতিবী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জাম’আত চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি মাওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, মাওলানা নুরুল্লাহ রায়হান, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদী, হাজী ফেরদৌস আলম সওদাগর, এম এ মতিন, সাবেক সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ উল্লাহ ফোরকান, মুহাম্মদ আব্দুল মুবিন, মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, চন্দনাইশ উপজেলা যুবসেনার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌরসভা ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ মিজান, মাওলানা নুরুল আমিন, কাজী আনোয়ার, মঈনুদ্দীন সুন্নী, মোহাম্মদ আলী কোম্পানী, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা রিদোয়ান নুরী, মাওলানা আহমদ হোসাইন জেহাদী, মুহাম্মদ সরওয়ার সওদাগর, মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ ওসমান।

পরে সভাপতি মুহাম্মদ রাজিব রিফাত ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দিনের নেতৃত্বাধীন ৩৫ সদস্য বিশিষ্ট নবগঠিত পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এর আগে চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে এস এম ফয়েজ উল্লাহ খতিবীকে সভাপতি ও কাজী মোহাম্মদ আমিন উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গঠিত হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ আবু তালেব বেলাল বলেন- আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিহার্য। তাই আমি মনে করি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মীদের কোটা বিরোধী আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে কেন্দ্রীয় নির্দেশনায় ঝাপিয়ে পড়েছে ঠিক সেইভাবে সুন্নী মতার্দশ ভিত্তিক ইসলামী ও অসম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর