Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে লবণ মাঠে গর্তে পড়ে শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক

বাঁশখালীতে লবণ মাঠে গর্তে পড়ে সাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ির মাওলানা শাহাব উদ্দিনের ছেলে। সে বড় ভাই সাইদের সাথে সাথে মাছ ধরতে যাওয়ার সময় পানির গর্তে পড়ে যায় বলে জানা গেছে।

পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, সকালে শেখেরখীল ইউনিয়নে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে সাদমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।


Related posts

মসজিদে নববীতে ১ বাংলাদেশির মৃত্যু

Chatgarsangbad.net

পিতৃত্বকালীন ছুটির জন্য হাইকোর্টে রিট

Chatgarsangbad.net

গুজরাটে বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

Chatgarsangbad.net

Leave a Comment