বাঁশখালীতে জাগো হিন্দু পরিষদের শীতবস্ত্র বিতরণ কালে মানবতাই পরম ধর্ম- মিলন শর্মা


এসো মানবতার হাত বাড়ায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সু্বর্ণ জয়ন্তী উপলক্ষে বাঁশখালীতে জাগো হিন্দু পরিষদ- বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে কালীপুর রজনীগন্ধা ক্লাবে গত ৭ জানুয়ারি রাত ৮ টায় তিন শতাধিক অটোরিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাগো হিন্দু পরিষদ-বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সনজয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ রমনা কালীবাড়ির উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা। প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, অতিথি ছিলেন, শিব শংকর দাশ সানু।

প্রধান বক্তা ছিলেন অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা। এসময় বিশেষ অতিথি ছিলেন নুরুল আলম, ইউপি সদস্য ফরিদ আহমদ, ছাত্রলীগ নেতা আলী আকবর তালুকদার রাফসান,অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.মনির আহমদ। এতে বক্তব্য রাখেন, জনি শীল, মিঠু দাশ, রুবেল দাশগুপ্ত, চন্দন কর্মকার, ঝুলন দাশ, রুপন দে, সুব্রত দাশ, সুমন দেবনাথ ও মুন্না দাশ সহ জাগো হিন্দু পরিষদ-বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।


Related posts

আনোয়ারায় পালিয়ে আসা ২০রোহিঙ্গা জনাতার হাতে আটক

Chatgarsangbad.net

শপথ নিলেন ২২ ইউপি চেয়ারম্যান

Shahidul Islam

দোহাজারীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Chatgarsangbad.net

Leave a Comment