মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী: চট্টগ্রাম বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুনে পুড়ল ঘর নিঃস্ব হল ৪ পরিবার।
বুধবার (২৫ জুন) সকাল ৭ টায় দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীর প্রচেষ্টায় সকল শিশু সহ গবাদি পশু নিরাপদে সরাতে পারলেও ঘরের ছিঁটেফোঁটাও রক্ষা করা সম্ভব হয়নি। মুল্যবান দলিল দস্তাবেস সহ আগুনের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো আবুল কাশেম, রেজাউল করিম কালু, মাহমুদুল করিম, আবদুর রহমান (শরীফ)।
ফায়ার সার্ভিস জানায়,সাড়ে ৬ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসে।
পুইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে সহযোগিতা করা করা হয়েছে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এরপর ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।