আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার প্রেম বাজারের আঞ্চলিক মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফাহিম উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ী ৪ নম্বর ওয়ার্ড এলাকায় আব্দু রহিম ড্রাইভারের একমাত্র পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশুটি তার মামার সাথে সিএনজি যোগে নানার বাড়ি যাওয়া পথে সিএনজি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এ সময় উত্তর দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর