আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো সাতকানিয়ায় ভূমি মেলা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে,উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  জনসচেতনতারার লক্ষ্যে শুরু হয়েছে ভূমি মেলা।রবিবার (২৫ মে ) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উত্তোলন এবং আনুষ্ঠানিক বর্ণাঢ‌্য র‌্যালির মাধ‌্যমে ভূমি মেলা – ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয় ।ভূমি অফিস সূত্র জানান,আজ থেকে তিন দিন পর্যন্ত। সাতকানিয়া উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৫ টি ইউনিয়ন ভূমি অফিসমূ‌হে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান‌্য সেবা দেয়া হবে।সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ সুদীপ্ত রেজা । এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব বিত্তম সরকার, সমাজসেবা কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, কানুনগো বাচ্চু মনি চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ‌বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার,মিল্টন বিশ্বাস বলেন,আজ ২৫ মে ২০২৫ থেকে আগামী ২৭মে পর্যন্ত তিন দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়, মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভুমি সংক্রান্ত সেবা, নামজারি আবেদন, ভুমি সংক্রান্ত গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের চেষ্টা করবো, পাশাপাশিভূমি উন্নয়ন পরের ব্যবস্থা করা হয়েছে।যে সকল সেবার কার্যক্রম আমি আমি ইউএনও হিসাবে উপস্থিত থাকার পাশাপাশি সহকারী কমিশনার ভূমিও থাকবেন। আপনাদের ভূমি চক্রান্ত যে কোন সেবার জন্য,সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে মেলায় অংশ গ্রহণ করার জন্য উপজেলাবাসীকে অনুরোধ জানান।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন,নিজের জমি সুরক্ষিত রাখতে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করুন, উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিন দিনব‌্যাপী ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক আড্ডা, গণশুনানি ও ডকুমেন্টারি প্রচারসহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য ভূমি সেবা স্টল স্থাপন করা হয়েছে। এবারের ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়ে সর্বোচ্চ গুরত্বারোপ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর