বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চন্দনাইশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


চন্দনাইশ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মতো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকাল ৩টার সময় উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলা পুরাতন কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাটে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহান এর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আল নোমান জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্চালনায় চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জাহেদ, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রনেতা রেজাউল করিম হিরো, ছাত্রনেতা জসীম উদ্দীন দোহাজারী পৌরসভা ছাত্রদলের নেতা হিরো ইসলাম আজাদ ছাত্রদল নেতা মাইনুদ্দিন, মোজাম্মেলসহ উপজেলা, পৌরসভা ও কলেজ এর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Related posts

কখন রোজা শুরু জানা যাবে কাল

Chatgarsangbad.net

ভাটিয়ারিতে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

Chatgarsangbad.net

লোহাগাড়ার সকল ইউপি চেয়ারম্যান এবং নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন এরফানুল করিম চৌধুরী

Shahidul Islam

Leave a Comment