বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: ১৮৮৩ ইংরেজি সালে প্রতিষ্ঠিত ১৪৩ বৎসরের প্রাচীন পাঠশালা চন্দনাইশের বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক শ্রেণি কার্যক্রম এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়।

এতে প্রধান ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ ইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমসি সদস্য মো. আবু জাফর, কামাল উদ্দীন, আনোয়ারুল ইসলাম, শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী রুবেল দেব, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিদ্যালয় প্রতিষ্ঠাতার উত্তরসুরী লিটন সেনগুপ্ত বাবু, সাবেক এসএমসি সদস্য মো. আবুল কাশেম ও মোজাম্মেল হক৷ এতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান সাজেদা সুলতানা।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পরিচালনা করেন সর্বশিক্ষক সমীরণ কুমার দত্ত, গোপাল বিশ্বাস, কাঞ্চন চক্রবর্তী, মো. নুরুল হোসেন, শিউলী দাশ, শর্বরী দে, আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, পম্পা দাশ, কালিচরণ রায়, সঞ্জীব দত্ত, অপু কুমার দেব, টিটন দাশ, মো. ওয়াসিম, মো. সৈয়দ হাসান, উত্তম বড়ুয়া, মোহাম্মদ আবছার, উজ্জ্বল দাশ, জুয়েল শীল, কর্মচারী তপন ঘোষ, লুৎফুর রহমান, জসিম উদ্দীন, মিনু দে, স্বপন শুক্লদাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক সমীরন দাশ, মো. নুরুল হোসেন ও ক্রীড়া শিক্ষক টিটন দাশ।

অতিথিরা বলেন- শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি একই সুত্রে গাঁথা। মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই সময়ের উপযোগী জ্ঞান অর্জন করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাতে অচিরেই সুখী-সমৃদ্ধ জাতিতে পরিণত হবে পরিবর্তিত নতুন বাংলাদেশ।


Related posts

গার্ডিয়ান লাইফের চট্টগ্রাম রিজিওনে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চসিকের ১০০ দিনের মশক নিধন অভিযান শুরু

Chatgarsangbad.net

‘টেকসই আবাসন: প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment