সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরমা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ময়দানে ২৮ এপ্রিল ২০২৫ সোমবার এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। জাফরাবাদ ফাজিল মাদরাসার অধ্যাপক মাওলানা আলহাজ্ব ইউছুফ বিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান, শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদৎ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরমা ইসলামিয়া সিনিয়র মাদরাসার সভাপতি ও সেবন্দি জামে মসজিদের খতিব ও রাজনীতিক মাওলানা কুতুব উদ্দীন, অধ্যাপক আমিরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক মাওলানা কাজী মুহাম্মদ কুতুবউদ্দিন ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ছিদ্দিকী।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক ও চকবাজারস্থ নবাব ওয়ালী খাঁ জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ মাহমুদুল হাসান।
প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানী (ঢাকা)। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ মোদ্দাচ্ছির জাফরাবাদী, বরমা ধামাইর হাট জামে মসজিদের খতিব মাওলানা কাজী আহমদ হোছাইন, মধ্যম মাইগাতা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু ছৈয়দ, সেবন্দি নূর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুরাদুল ইসলাম আদীবী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বরমা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন।
Leave a Reply