
সৈয়দ শিবলী ছাদেক কফিল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চন্দনাইশের বরমায় গণসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট মিজানুল হক চৌধুরী।
গত ৭ নভেম্বর শুক্রবার বিকেলে বরমা আইডিয়াল পাবলিক স্কুলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিএনপি নেতা মাওলানা মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মশাররফ হোসেন, মাওলানা আবদুল আজিজ, মো. শাহ আলম, আবু রাশেদ সুমন, মো. ফারুক, আবদুর রহমান, নুরুল ইসলাম, আবদুল মাজেদ, মো. জাফর, এমদাদ হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন- জাতীয় সংসদের চট্টগ্রাম -১৪ তথা চন্দনাইশ- উত্তর সাতকানিয়া আসন বিএনপির দূর্গ। এ এলাকায় যদি ধানের শীষের একক প্রার্থী না দেয়া হয় তাহলে এ এলাকার বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিকল্প প্রার্থী খুজবে। তাই, তারা চট্টগ্রাম ১৪ আসন অর্থাৎ চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি মিজানুল হক চৌধুরীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুরোধ জানান।