বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ


আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে ২ জুন ( সোমবার) বান্দরবানে সদরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কোমলমতি শিশুদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ হয়।

এ কাযর্ক্রমের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান,পিডিজি এপে. কামাল পাশা, বান্দরবান ক্লাবের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, ফ্লোর মেম্বার এপে. মুনমুন প্রমুখ।
এতে বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে তাদের উৎসাহিত করতে হবে। এপেক্স ক্লাব অব বান্দরবান দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।

আগামীর প্রজন্মকে দায়িত্বশীল মানবিক মানুষ ও দেশ গড়ার প্রত্যয়ে এপেক্স বাংলাদেশ সব সময় পাশে থাকবে।
পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


Related posts

উৎসবমুখর পরিবেশে সাতকানিয়া এন.এ.চৌঃ উচ্চ বিদ্যায়ের ফলাফল ঘোষণা

Md Maruf

পেনিনসুলায় চলছে দু’দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’

Chatgarsangbad.net

আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকীতে মেয়রের শ্রদ্ধা

Chatgarsangbad.net

Leave a Comment