সাদ্দাম হোসেন: ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজ উল্লাহ বলেছেন,বাংলাদেশ স্বৈরাচারের কবল থেকে এই দেশ স্বাধীন হয়েছে। এর জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অনেকে। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এ মানুষগুলো অমর হয়ে থাকবেন। তিনি আরো বলেন, ৫২-৭১ কিংবা ৯০ এর মতো দেশের ছাত্রসমাজ বিজয়ের অমর একটি ইতিহাস রচনা করেছেন। ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছে নতুন বিজয়।
এ জন্য গণতন্ত্রকামী সব দলগুলোর পক্ষ দল-মত নির্বিশেষে দেশের সবাইকে ধন্যবাদ জানাই। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান- ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গির্জা, মন্দির, প্যাগোডার নিরাপত্তা দিন। ধর্ম-বর্ণ-বিশ্বাস দিয়ে মানুষকে মাপা যাবে না। একজন ব্যক্তির পরিচয় তিনি মানুষ। আপনার পাড়া-প্রতিবেশী যেখানেই কেউ এমন কিছু করার চেষ্টা করবে বন্ধু হিসেবে তার নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। ফটিকছড়ি উপজেলায় বিএনপি আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্ব দলকে শক্তিশালী করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করব। কর্ণেল আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা এগিয়ে যাবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ফটিকছড়ি উপজেলায় ১৪ নং নানুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো.বেলাল উদ্দিন।
কর্মী সম্মেলনে ১৪ নং নানুপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি সৈয়দ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নানুপুর ইউনিয়নের শ্রমিক দলের সহ-সভাপতি মো.আবছার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম।
কর্মী সম্মেলন শেষে নানুপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে, একরামুল হক,সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, মো.আলতাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সংকর দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, অজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মো.শাহ আলম, দপ্তর সম্পাদক, মনির হোসেন,অর্থ সম্পাদক সাইফু আলী মন্টু, প্রচার সম্পাদক আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক আহমদ উল্লাহ, সিনিয়র সদস্য নুরুল আলম নুরু, সদস্য, জয়নাল আবেদীন, বিপ্লব দাশ, আকাশ দাশ, মো.ইয়াকুব, রুবেল দাশ।