ফটিকছড়ির সুয়াবিলে ডাকাতি, যুবককে কুপিয়ে জখম


ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ১৫ থেকে ১৮ জনের একদল ডাকাত ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল সেট, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। এ সময় তাদের বাধা দেওয়ায় মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুয়াবিলের উত্তর হাজিরখীল ফয়েজ আহমদ সওদাগর বাড়ির মাইনুদ্দিন ননির বসতঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৫ থেকে ১৮ জনের ডাকাত দলটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে তারা।

মহিউদ্দিনের ভাই মোহাম্মদ মাসুম বলেন, ডাকাত দল ৫ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল, নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। এ সময় আমার ভাই বাধা দিলে কুপিয়ে জখম করে ডাকাতরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 


Related posts

এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর বোর্ড মিটিং অনুষ্ঠিত

Chatgarsangbad.net

হাটহাজারীতে চার দিনব্যাপী জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা

Chatgarsangbad.net

চন্দনাইশের বৈলতলীতে কাশেম ভুঁইয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment